মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫
Led02অর্থনীতিরাজনীতি

মাসুদুজ্জামানের সঙ্গে হোসিয়ারি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের প্রত্যাশী প্রার্থী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মাসুদুজ্জামান মাসুদের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি বদিউজ্জামান বদু এবং অ্যাসোসিয়েশনের পরিচালক দুলাল মল্লিক।

উল্লেখ্য, মাসুদুজ্জামান মাসুদ দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের ক্রীড়া ও ব্যবসায়িক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি শুধু একজন ব্যবসায়ী নেতাই নন, ক্রীড়া সংগঠক হিসেবেও তার ব্যাপক পরিচিতি রয়েছে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ ৫ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন।

RSS
Follow by Email