মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫
Led05সদর

নগরীতে জিমখানার শাহাদাৎ হত্যায় আসামি সাঈমকে ধরল র‍্যাব

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: পূর্ব শত্রুতার জেরে নারায়ণগঞ্জ শহরের জিমখানা পার্কের গেটে মো. শাহাদাৎ (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় এজাহারভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন নবীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১১।

গ্রেফতারকৃত আসামির নাম সাঈম (২৪)। সে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন জল্লারপাড় এলাকার মামুনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ মে বুধবার দিবাগত রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটের দিকে নগরীর জিমখানা বটতলা রাসেল পার্কের দক্ষিণ পাশে নিরাপত্তা গেইট সংলগ্ন বট গাছের নিচে পাকা রাস্তার উপর নিহত শাহাদাৎ-এর সঙ্গে তার সহযোগী মাহিম, নাইম, সাইম (সাঈম), ফাহিমদের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে আসামিরা একত্রিত হয়ে শাহাদাৎকে সুইচ গিয়ার (ছোরা) ও চাকু দ্বারা আক্রমণ করে। তারা যুবকের বুকের বাম পাশে, পিঠের নিচের ডান অংশে কোমরের উপর গুরুতর আঘাত করে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে পথচারীরা গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় শাহাদাৎকে উদ্ধার করে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত শাহাদাৎ নতুন জিমখানা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। এই নৃশংস হত্যাকাণ্ডের পর নিহত শাহাদাৎ-এর বোন কুলছুম বেগম বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িত আসামিদেরকে গ্রেপ্তারে র‍্যাব-১১, নারায়ণগঞ্জ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। তারই ধারাবাহিকতায় র‍্যাব-১১ একটি আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অদ্য ৭ অক্টোবর দুপুরে আনুমানিক ১টা ৪৫ মিনিটের সময় অভিযান চালিয়ে এজাহারনামীয় পলাতক আসামি সাঈমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

RSS
Follow by Email