মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫
রাজনীতি

ডনচেম্বার এলাকায় গণসংহতি আন্দোলনের ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতির জন্য সিটি কর্পোরেশনের কার্যক্রমকে ‘অসন্তোষজনক’ বলে দায়ী করেছে গণসংহতি আন্দোলন। সংগঠনটির নেতারা দ্রুত সমন্বিতভাবে ক্র্যাশ কর্মসূচি গ্রহণের দাবি জানিয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ডের ডনচেম্বার প্রভাতী সংসদ-এর উদ্যোগে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে এই দাবি ওঠে আসে। কর্মসূচিতে জনসচেতনতা তৈরির পাশাপাশি ডেঙ্গুর লার্ভা ধ্বংসে রাসায়নিক কীটনাশক ব্যবহার করা হয়।

কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন সিটি করপোরেশনের ভূমিকার সমালোচনা করেন।

তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের কার্যক্রম কোনোভাবেই সন্তোষজনক নয়। সিটি করপোরেশনের ব্যর্থতায় আজ নারায়ণগঞ্জের ঘরে ঘরে ডেঙ্গু। সিটি করপোরেশন যদি সঠিক সময়ে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করতো তবে নগরবাসী ডেঙ্গুর মহামারী থেকে রক্ষা পেতো।”

কেবল হট স্পট নির্ধারণ করলেই হবে না, ক্র্যাশ কর্মসূচি নিতে হবে এবং নিয়মিত রাসায়নিক কীটনাশক ছিটাতে হবে বলে তিনি মত দেন।

তরিকুল সুজন শুধু কর্তৃপক্ষের ওপর দোষ না চাপিয়ে নাগরিকদেরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “নাগরিকরাই নগরের সবচেয়ে বড় কর্তৃপক্ষ। নাগরিকরা যদি সচেতন না হয়, দায়িত্বশীল না হয়, বাড়ির আঙ্গিনাসহ আনাচে কানাচে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখে তবে কোনোভাবে ডেঙ্গুর প্রকোপ থেকে নগরবাসী রক্ষা পাবে না।”

তিনি জোর দিয়ে বলেন, এখনো সময় শেষ হয়নি। সিটি করপোরেশন যথাযথ পদক্ষেপ নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব। তবে এর জন্য দরকার সিটি করপোরেশন ও জেলা স্বাস্থ্য বিভাগকে অবশ্যই সমন্বিতভাবে জরুরি ভিত্তিতে উদ্যোগ গ্রহণ করা। সামাজিক, রাজনৈতিক বিভিন্ন সংগঠনকেও ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসতে হবে। এখনই যথাযথ পদক্ষেপ না নিলে ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করতে হবে বলেও তিনি সতর্ক করেন।

জনসচেতনতা কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক আলমগীর হোসেন আলম, সমাজ সেবক শাহীন আউয়াল, তৌহিদুল ইসলাম তৌহিদ এবং প্রভাতী সংসদের সংগঠক কবির হোসেন, সেলিম আহমেদ, আরিফুল হাসান, সাওম সাফাতুল, সাকিব হাসান প্রমুখ।

RSS
Follow by Email