মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫
Led05ফতুল্লা

পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে জালকুড়িতে অভিযান

লাইভ নারায়ণগঞ্জ: নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান চলছে। সোমবার (৬ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা এর নেতৃত্বে ফতুল্লার জালকুড়ি বাজারে অভিযান চালানো হলেও কোনো দোকানে নিষিদ্ধ পলিথিন পাওয়া যায়নি।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এই অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা সমন্বয়ে গঠিত একটি টীম অংশ নেয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন উপস্থিত ছিলেন।

জালকুড়ি বাজারে একাধিক দোকানে অভিযান পরিচালনা করা হলেও আশ্চর্যজনকভাবে কোনো নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উদ্ধার করা যায়নি। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, স্থানীয় দোকানিরা পলিথিনের ব্যবহার অনেকটা কমিয়েছেন বলে প্রতীয়মান হয়েছে।

নিষিদ্ধ পলিথিন না পাওয়ায় অভিযানে কোনো প্রকার জরিমানা আদায় করা হয়নি। তবে উপস্থিত দোকানি ও সাধারণ মানুষদের প্রতি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ ব্যবহার, বিক্রয় বা মজুত না করার জন্য অনুরোধ জানানো হয়।

পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ, এইচ, এম রাসেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিক্রয়, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে।

RSS
Follow by Email