মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫
Led03আড়াইহাজার

আড়াইহাজারে ফুটবল খেলার সময় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: ফুটবল খেলার সময় বজ্রাঘাতে মো. নিরব (১৩) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুরে আড়াইহাজার উপজেলার হাইজাদি ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত নিরব ওই এলাকার মালয়েশিয়া প্রবাসী মো. নাজমুল মিয়ার একমাত্র ছেলে এবং কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে নিরব বাড়ির পাশের মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল। আবহাওয়া হঠাৎ খারাপ হলে খেলার মধ্যেই বজ্রপাত ঘটে। বজ্রাঘাতে নিরব ঘটনাস্থলেই গুরুতর আহত হয়। পরে দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডা. মো. হাবিবুর রহমান নিরবকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক নিশ্চিত করেন যে, বজ্রপাতেই নিরবের মৃত্যু হয়েছে।

একমাত্র ছেলেকে এভাবে হারানোর খবর পেয়ে পরিবারটিতে চলছে শোকের মাতম।

RSS
Follow by Email