সোমবার, অক্টোবর ৬, ২০২৫
Led05সিদ্ধিরগঞ্জ

পুলিশের অভিযানে হেরোইন-ইয়াবাসহ সিদ্ধিরগঞ্জে চার জন আটক

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে ১০০ পুড়িয়া হেরোইন এবং ৬১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোট চারজন শীর্ষ মাদক কারবারিকে আটক করেছে। রবিবার সন্ধ্যায় শুরু হওয়া এই অভিযানে মাদকের একাধিক আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়। সোমবার (৬ অক্টোবর) তাদের আদালতে প্রেরন করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত থানা এলাকার বিভিন্ন পয়েন্টে একাধিক আভিযানিক দল অভিযান চালায়।

অভিযানের শুরুতে বিহারী ক্যাম্প বালুর মাঠ তিন রাস্তার মোড় থেকে মো. নাসির ওরফে কাল্লু (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। কাল্লু সুমিলপাড়া (বিহারী ক্যাম্প) এলাকার আব্দুল করিমের ছেলে। তার কাছ থেকে বিক্রির জন্য প্রস্তুত ১০০পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।

এছাড়াও, পুলিশ সিদ্ধিরগঞ্জের আরও দুটি স্থানে অভিযান চালিয়ে তিনজনকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। আরামবাগ ক্লাবের মোড় থেকে মাসুদুর রহমান তপন (৩২)-কে ৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। অন্যটা কদমতলী কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. ওলিল চৌকিদার (২৬)-কে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মো. ইমরান হোসেন (২৯)-কে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

আটককৃত ওলিল চৌকিদার কদমতলী কলেজপাড়ার ভাড়াটিয়া এবং তার গ্রামের বাড়ি বরিশালে। অপর অভিযুক্ত ইমরান হোসেনও একই এলাকার রনি প্রধানের বাড়ির ভাড়াটিয়া, যার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে।

আটককৃত চারজন মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

RSS
Follow by Email