র্যাবের উপর হামলা: গাজীপুর থেকে ৬জন আটক, খেলনা পিস্তল উদ্ধার
লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে ধরতে গিয়ে তার লোকজনের হামলার শিকার হওয়ার পর র্যাব-১১ তার ৬ জন ঘনিষ্ঠ সহযোগীকে গাজীপুর থেকে আটক করেছে। র্যাবের উপর হামলার ঘটনার পরই এই বিশেষ অভিযান চালানো হয়।
সোমবার (৬ অক্টোবর) র্যাব-১১, গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের একটি যৌথ দল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানাধীন চান্দুরা বড়বাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন, সন্ত্রাসী সাহেব আলীর স্ত্রী কল্পনা বেগম (২৯), তার ছেলে সজীব (১৯), শেলক (শ্যালক) মো. শামীম মিয়া (২৬), এবং সহযোগী হাফিজ হাফিজ শেখ (২৩), আমিনুল ইসলাম (৩৪) ও মো. আকবর (২০)। তারা সকলেই সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনী এলাকার বাসিন্দা।
আটককৃতদের কাছ থেকে আলামত হিসেবে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৫টি মোবাইল ফোন (যার মধ্যে আইফোন, স্যামসাং, অপ্পো, রিয়েলমি রয়েছে), ১টি খেলনা পিস্তল, ১টি মোটর ড্রাইভিং লাইসেন্স, ১টি ই-ড্রাইভিং লাইসেন্স এবং ৪টি শাবল উদ্ধার করা হয়।
র্যাব-১১ সূত্রে জানা যায়, হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও অস্ত্রসহ অন্তত এক ডজন মামলার আসামি সাহেব আলীকে গ্রেপ্তারের জন্য সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অনুরোধে র্যাব-১১ অভিযানে নামে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা আটি ওয়াপদা কলোনীর বউ বাজারে সাহেব আলীর আস্তানায় পৌঁছালে সেখানে এক নজিরবিহীন হামলার ঘটনা ঘটে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, র্যাবের উপস্থিতি টের পেয়ে আসামি সাহেব আলী তার লোকজনকে জড়ো করে। তারা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে র্যাব সদস্যদের হত্যার উদ্দেশ্যে অতর্কিত আক্রমণ করে। সন্ত্রাসীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং এলোপাথাড়ি মারপিট করে তাদের রক্তাক্ত ও জখম করে। আহত র্যাব সদস্যদের দ্রুত খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
র্যাবের উপর হামলার পরপরই আত্মগোপনে থাকা সাহেব আলীর ঘনিষ্ঠ সহযোগীদের চিহ্নিত করে গাজীপুরের চান্দুরা বড়বাড়ী থেকে তাদের আটক করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।