ত্বকী হত্যা: বিচারহীনতার ১৫১ মাস, বুধবার আলোক প্রজ্বালন
লাইভ নারায়ণগঞ্জ: তরুণ শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার বিচার প্রক্রিয়া বন্ধ থাকার ১৫১ মাস পূর্ণ হয়েছে। দীর্ঘ সাড়ে এগার বছর শেখ হাসিনা সরকারের আমলে বিচারটি বন্ধ থাকার পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিচার প্রক্রিয়া আবার শুরু করলেও এখনও পর্যন্ত অভিযোগপত্র আদালতে পেশ করা হয়নি। ত্বকী হত্যাকাণ্ডকে দেশের বিচারহীনতা এবং রাষ্ট্রের বৈষম্যমূলক বিচার ব্যবস্থার একটি নগ্ন উদাহরণ হিসেবে অভিহিত করা হচ্ছে।
ত্বকী হত্যার বিচার দাবিতে প্রথম থেকেই সোচ্চার থাকা নাগরিক সমাজ ও বিভিন্ন সংগঠন এই দীর্ঘ বিচারহীনতার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে।
আগামী ৮ অক্টোবর (বুধবার) সন্ধ্যা ছয়টায় নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন প্রাঙ্গণে একটি আলোক প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিতে ত্বকীসহ নারায়ণগঞ্জ এবং সারা দেশের সকল হত্যা ও বিচারহীনতার প্রতিবাদ জানিয়ে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানানো হবে।
ত্বকী হত্যা মামলার বর্তমান পরিস্থিতি নিয়ে কর্মসূচির আয়োজকরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, অন্তর্বর্তীকালীন সরকার বিচার শুরুর উদ্যোগ নিলেও অভিযোগপত্র দাখিলে দীর্ঘসূত্রতা প্রমাণ করে যে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আরও দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
নাগরিক সমাজের পক্ষ থেকে বলা হয়েছে, ত্বকী হত্যাকাণ্ড কেবল একটি পরিবারের ক্ষতি নয়, এটি রাষ্ট্রের বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থার সংকট। অবিলম্বে এই মামলার অভিযোগপত্র আদালতে পেশ করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।