সোমবার, অক্টোবর ৬, ২০২৫
রাজনীতি

গাজায় গণহত্যা বন্ধ ও ফ্লোটিলা মুক্তির দাবিতে বাসদের বিক্ষোভ

লাইভ নারায়ণগঞ্জ: মার্কিন মদতে গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ এবং গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আটক অধিকার কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। রবিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ ইসরায়েলি আগ্রাসন ও আন্তর্জাতিক সমুদ্রসীমায় অধিকার কর্মী আটকের ঘটনায় কঠোর নিন্দা জানান।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় অব্যাহত হামলা চালিয়ে ৬৬ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে, যার অধিকাংশই শিশু ও নারী। তাঁরা অভিযোগ করেন, অবরুদ্ধ গাজার মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিতে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযানগুলোকে আন্তর্জাতিক সমুদ্রসীমায় আটক করে ইসরায়েল আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন করেছে। খাদ্যের অভাব, ওষুধ ও চিকিৎসার অভাবে গাজায় অসংখ্য মানুষের মৃত্যু হচ্ছে।

বক্তারা অবিলম্বে ফ্লোটিলা থেকে আটক সব মানবিক সহায়তা কর্মী ও অধিকার কর্মীদের মুক্তি এবং গাজায় গণহত্যা বন্ধের দাবি জানান। একই সঙ্গে গাজা থেকে সকল ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানানো হয়।

নেতৃবৃন্দ একই সাথে মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরায়েলি জায়নবাদের বিরুদ্ধে সারা পৃথিবীর দেশপ্রেমিক জনগনকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের জেলার আহ্বায়ক প্রদীপ সরকার এবং গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ।

সমাবেশ শেষে বাসদের নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করেন।

RSS
Follow by Email