সোমবার, অক্টোবর ৬, ২০২৫
ধর্ম

শান্তিপূর্ণ পূজা উদযাপনে ডিসি-এসপিকে মহানগর পূজা ফ্রন্টের কৃতজ্ঞতা

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলায় শারদীয় দুর্গাপূজা অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছে মহানগর পূজা উদযাপন ফ্রন্ট। রোববার (৫ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে ফ্রন্টের নেতৃবৃন্দরা এই শুভেচ্ছা বিনিময় করেন।

বিকাল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রথমে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের প্রতিনিধিরা। এসময় পূজা উৎসবমুখর ও নির্বিঘ্ন হওয়ায় নেতৃবৃন্দ জেলা প্রশাসককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা দুর্গাপূজার মতো ভবিষ্যতে হিন্দু সম্প্রদায়ের যেকোনো বিপদে-আপদেও জেলা প্রশাসককে পাশে থাকার আহ্বান জানান। জবাবে জেলা প্রশাসক পূজায় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

এরপর বিকাল সোয়া ৪টার দিকে মহানগর পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনের সাথে সাক্ষাৎ করে তাকেও ফুলেল শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ প্রশাসনের প্রতিও কৃতজ্ঞতা জানান তারা।

এছাড়াও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হুসাইনের সাথে দেখা করে তাকেও ফুলের শুভেচ্ছা জানানো হয়।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও দরিদ্রভান্ডার পূজা কমিটির সভাপতি ননি গোপাল সাহা, বলদেব জিউর আখড়া মন্দির কমিটির উপদেষ্টা শংকর কুমার সাহা, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অভয় রায়, মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নয়ন সাহা, সদস্য সচিব শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু, কোষাধ্যক্ষ মানিক দাস এবং সদস্য মিলন। আরও ছিলেন জেলা হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট রঞ্জিত দে, মহানগর হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট রাজিব মন্ডল, সদস্য সচিব খোকন সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

RSS
Follow by Email