রবিবার, অক্টোবর ৫, ২০২৫
Led05বন্দররাজনীতি

মাসুদের পক্ষে মদনপুরে বিএনপির ৩১ দফা রূপরেখা প্রচার

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার জাতীয় রূপরেখা জনগণের মাঝে তুলে ধরতে গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) বন্দরে মদনপুর ইউনিয়নে এই কর্মসূচির নেতৃত্ব দেন মাসুদুজ্জামান মাসুদের পক্ষে সক্রিয় স্থানীয় নেতৃবৃন্দ।

সকালে মদনপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে এই প্রচার কার্যক্রম চালানো হয়। গণসংযোগকালে স্থানীয় বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হয় এবং দলের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়।

নেতৃবৃন্দ দেশের বর্তমান সংকটময় প্রেক্ষাপটে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখার গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য এই রূপরেখা অনুসরণ করা অপরিহার্য।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনু, বাবু মেম্বার, নুরুল ইসলাম, মনির হোসেন, ইয়াকুব দেওয়ান, মিজান, শাহীন, কামাল, সামসু মিয়া, হাবিব, হানিফ, গোলাপ হোসেন, সুরুজ, মুক্তার, কামরুজ্জামান, রব মিয়া সহ আরও অনেক স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

উপস্থিত নেতৃবৃন্দ এককভাবে প্রতিজ্ঞা করেন যে, দেশের সংকট নিরসনে বিএনপির ৩১ দফা কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাস্তবায়নে সবাই একসঙ্গে কাজ করবেন।

RSS
Follow by Email