রবিবার, অক্টোবর ৫, ২০২৫
শিক্ষা

বিদ্যানিকেতনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

লাইভ নারায়ণগঞ্জ: বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের বিদ্যানিকেতন হাই স্কুলে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে শিক্ষক সমাবেশ, স্কাউটদের দীক্ষা গ্রহণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, স্কুল ট্রাস্টের সদস্য এবং স্কাউট কর্মকর্তারা অংশ নেন।

সকালে স্কুল মিলনায়তনে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা। আলোচনা সভায় বক্তারা বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরেন। তাঁরা শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করা এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণের জন্য আহ্বান জানান।

আলোচনায় বক্তব্য রাখেন শিক্ষক কামরুন নাহার কাকলী, লিপি রানী দাস, মোঃ বেলাল হোসেন। এছাড়া ট্রাস্ট সদস্য এডভোকেট নবী হোসেন, মোয়াজ্জেম হোসেন সোহেল ও আবদুস সালামও বক্তব্য রাখেন। আলোচনা পর্ব শেষে শিক্ষকদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

শিক্ষার পরিবেশ উন্নত করা এবং শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এদিন সকালেই স্কাউটদের দীক্ষা অনুষ্ঠান ও তাঁবু বাস (ক্যাম্পিং) অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ট্রাস্ট সদস্য মনির হোসেন খান, মোয়াজ্জেম হোসেন সোহেল এবং প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।

বিকেলে তাঁবু বাসের সমাপনী অনুষ্ঠান ক্যাম্প ফায়ারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা রোভার স্কাউটের কমিশনার আরিফ মিহির। তাঁবু বাসের সমাপনীতে স্কাউটিং-এর গুরুত্ব এবং একজন স্কাউটের দায়িত্ব ও কর্তব্য নিয়ে শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন ট্রাস্ট সদস্য এডভোকেট নবী হোসেন, আবদুস সালাম এবং প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।

RSS
Follow by Email