নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা বৃদ্ধিতে না.গঞ্জ পুলিশে প্রশিক্ষণ শুরু
লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬-এর নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলার পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলে এই প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।
এই প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম ব্যাচে ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। সম্মানিত পুলিশ সুপার মহোদয় প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মনোযোগ ও আন্তরিকভাবে প্রশিক্ষণ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মো. ইব্রাহিম হোসেনসহ প্রশিক্ষণ কার্যক্রম সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।