রবিবার, অক্টোবর ৫, ২০২৫
Led03Led05সদর

বাবুরাইলে আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে র‌্যাব

লাইভ নারায়ণগঞ্জ: শহরের ১ নম্বর বাবুরাইল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, গুলি এবং কালো স্কচটেপে মোড়ানো দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাতে রাস্তার পাশে এ ধরনের ঝুঁকিপূর্ণ সামগ্রী উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি র্যাব।

র‌্যাব-১১ এর ব্যাটালিয়ান সিপিসি-১ কোম্পানি কমান্ডার মো. আল মাসুদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘রাতে গোপন সংবাদের ভিত্তিতে ১ নম্বর বাবুরাইল শেষ মাথা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় একটি বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় এই অস্ত্র ও বোমাসদৃশ বস্তুগুলো উদ্ধার করা হয়।’

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে, দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান, একটি কার্তুজ (গুলি) ও কালো রঙের স্কচটেপ মোড়ানো ককটেল বা বোমাসদৃশ দুটি বস্তু।

তিনি আরও জানান, বোমাসদৃশ বস্তু দুটি আসলে বোমা কিনা তা নিশ্চিত করতে র‌্যাবের বোমা বিশেষজ্ঞ দল বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। পাশাপাশি, কে বা কারা এই অস্ত্রগুলো ফেলে রেখে গেছে, সেই বিষয়ে অনুসন্ধানসহ অপরাধীদের ধরতে র‌্যাবের একাধিক টিম অভিযান চালাচ্ছে। অস্ত্র ও বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা ও আতঙ্ক দেখা দেয়।

RSS
Follow by Email