মাসুদুজ্জামানের সংবাদ সম্মেলন নিয়ে যে মন্তব্য করলেন আশা
লাইভ নারায়ণগঞ্জ: বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদের সংবাদ সম্মেলনের পর তাঁর অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবুল কাউসার আশা। তিনি মাসুদের বক্তব্যকে দ্রুত রিয়েকশন হিসেবে উল্লেখ করেন এবং একজন রাজনীতিবিদকে বুঝে শুনে কথা বলার পরামর্শ দেন।
আশা বলেন, “আমরা কোনো বিত্তশালী মানুষ না বা বর্তমান প্রেক্ষাপটে এতো অলস অর্থ নাই যে, কারো বিরুদ্ধে ৩০ লক্ষ টাকা দিয়ে কাউকে অপমান অপদস্থ করবো। এই ধরণের পারিবারিক বা ঐতিহ্য কোনটাই আমরা বিলং করি না।”
তিনি রাজনীতিতে আলোচনা-সমালোচনাকে স্বাভাবিক বিষয় হিসেবে দেখেন। “এগুলো নিয়েই আমাদের সময় কাটাতে হয়। এতো দ্রুত যদি রিয়েক্ট করি, তাহলে তো নেতা হতে পারবো না।” তিনি বলেন, “একটা ডাক্তার ভুল করলে রোগী মারা যায়, আর একটা রাজনীতিবিদ ভুল করলে তার কর্মী, সর্মথক ও যে এলাকায় রাজনীতি করেন সেখানার লোকজন ক্ষতিগ্রস্থ হয়। সেক্ষেত্রে আমি রাজনীতিবিদদের বুঝে শুনে কথা বলা উচিৎ।”
আশা প্রশ্ন তোলেন, “আমার বিরুদ্ধে কেউ একজন এমন করছে এটা যদি বলতে পারি তাহলে সরাসরি নাম বলতে সমস্যা কি। টাকা দিয়ে কারো ক্ষতি করা যেমন কাম্য না, তেমনি একটা রাজনৈতিক ফোরামের কথা মিডিয়ার সামনে এসে এভাবে বলাটা ঠিক না।”
তিনি আরও বলেন, “৫ তারিখের পর মাসুদ সাহেব বিএনপি চাঁদাবাজের টাকা ফেরত দিয়েছে বলেছেন। বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল হচ্ছে, আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এটা যেমন সত্য তেমনি এটাও সত্য যে, আমাদের দলের কতিপয় কিছু নেতারা অনৈতিক কাজের সাথে জড়িত আছে এটা অস্বিকার করার কোন সুযোগ নাই। কিন্তু আপনি নাম মেনশন না করে বিএনপিকে জড়িয়ে দেন, তখন দলটা ক্ষতিগ্রস্থ হয়।”
আশা দৃঢ়ভাবে বলেন, “উনি যে বক্তব্য দিয়েছেন, তাতে দিন শেষে বিএনপি ক্ষতিগ্রস্থ হয়েছে।” তিনি মাসুদকে আহ্বান জানান, “তার কাছে যদি কোন তথ্য থাকে, তাহলে উনি সরাসরি নাম মেনশন করুক। প্রয়োজনে দলের হাই কমান্ডের সাথে কথা বলুক। সে যদি আমার কোন সহযোগীতা দরকার মনে করে আমি তাকে সহযোগীতা করবো। কিন্তু দলের বিরুদ্ধে কথা বললে তখন আমাদেরও কথা আছে আমরাও কথা বলবো।”
উল্লেখ্য, শনিবার দুপুরে নগরীর চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে, নারায়ণগঞ্জে সমাজসেবক, ক্রীড়া অনুরাগী চেম্বার অব কর্মার্সের সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদের রাজনৈতিক ক্যারিয়ার বিনষ্ট এবং নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশার ঘোষণা দেওয়ায় তার বিরুদ্ধে নানা ষড়য়ন্ত্র হচ্ছে বলে অভিযোগ করে এক সংবাদ সম্মেলন করেন।