রবিবার, অক্টোবর ৫, ২০২৫
Led02রাজনীতি

মাসুদুজ্জামানের সংবাদ সম্মেলন বিষয়ে টিপু যা জানালেন

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সদ্য যোগদানকারী ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদের অভিযোগ প্রসঙ্গে কঠোর মন্তব্য করেছেন। তিনি বলেন, “ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনা। অর্থের জোরে কেউ নিজেকে নেতা সাজাতে পারে না।”

টিপু অভিযোগ করেন, মাসুদুজ্জামান মাসুদ মহানগর বিএনপির ব্যানারে যে কয়েকটি কর্মসূচি পালন করেছেন, তা দলের মধ্যে বিভেদ সৃষ্টি করার উল্লেখযোগ্য ঘটনা। তিনি স্মরণ করিয়ে দেন, গত ২২ সেপ্টেম্বর মাসুদ যখন যোগদান করেন, তখন মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং স্বাগত জানিয়ে তাঁকে দলের নিয়ম ও চেইন অব কমান্ড মেনে চলতে বলা হয়েছিল। টিপু বলেন, সেদিন মাসুদ কর্মী হিসেবে যোগদান করেছেন ও নিয়ম নীতি মেনে মহানগরের নেতৃত্বে চলার কথা বললেও, “আদো সে সেটা করে নাই। এখনো সে আমাদের সাথে বসে এক কাপ চাও খায়নি।”

তিনি আরও বলেন, মাসুদ শিল্পপতি হিসেবে ভালো অবস্থানে আছেন, কিন্তু রাজনৈতিক ব্যক্তি হিসেবে নন। “উনি যদি টাকার জোরে কিছু করতে চায় তাহলে দীর্ঘদিনের নির্যতিত নেতারা এটা মেনে নিবে না।” টিপু মাসুদকে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে স্ট্যান্ডবাজি বন্ধ করার আহ্বান জানান।

ষড়যন্ত্রের অভিযোগ প্রসঙ্গে টিপু বলেন, “সে যোগদান করেই দলের অভিভাবক সাজতে চায়। সাখাওয়াত-টিপুকে ভাঙ্গতে চায়।” তিনি প্রশ্ন তোলেন, “উনি বলেছেন বিএনপির এক রাজনৈতিক পরিবার তার বিরুদ্ধে অপবাদ দিচ্ছে। আমার কথা হলো তাহলে উনি নাম বলছেন না কেনো। আমরাও জানতে চাই সেই পরিবারটা কারা। এটা আসলে জনগণের সিম্পেথী পাওয়ার জন্য স্ট্যান্ডবাজী পাওয়ার জন্য কাজ করেছে।”

টিপুর মতে, “শিল্পপতী হিসেবে আপনি ভালো, কিন্তু রাজনীতি করতে হলে আপনাকে আরও দীর্ঘপথ চলতে হবে। ব্যাক্তি থেকে দল বড়।” তিনি মাসুদের সঙ্গীদের নিয়েও মন্তব্য করেন, “আপনি যাদের নিয়ে আছেন তারা কেউ ওসমান পরিবারের দালাল, কেউ পকেট মারের সন্তান, কেউ গ্যাস চোর আবার কেউ খিচুড়ি রান্নার কথা বলে খালি ডেগের ছবি তুলে দেখিয়েছে। কারণ ভাত ছিটাইলে কাউয়ার অভাব হয়না, তাই টাকা দিয়ে আপনি ত্যাগি নেতা তৈরী করতে পারবেন না।”

সবশেষে টিপু আরও গুরুতর অভিযোগ তোলেন: “তার এই মনোনয়নকে কেন্দ্র করে তার পিএস মনিরসহ কয়েকজন আমাকে হত্যা করার পরিকল্পনা করছেন। আমার উপর যদি কোনো হামলা হয় তাহলে এটার দায় মাসুদ সাহেব ও মনিরকে বহন করতে হবে।”

উল্লেখ্য, শনিবার দুপুরে নগরীর চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে, নারায়ণগঞ্জে সমাজসেবক, ক্রীড়া অনুরাগী চেম্বার অব কর্মার্সের সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদের রাজনৈতিক ক্যারিয়ার বিনষ্ট এবং নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশার ঘোষণা দেওয়ায় তার বিরুদ্ধে নানা ষড়য়ন্ত্র হচ্ছে বলে অভিযোগ করে এক সংবাদ সম্মেলন করেন।

RSS
Follow by Email