শনিবার, অক্টোবর ৪, ২০২৫
Led04ধর্মসদর

দুর্গাপূজায় নিরাপত্তায় নজর কেড়েছে আনসার ভিডিপি

লাইভ নারায়ণগঞ্জ: দুর্গাপূজা উপলক্ষে জেলাজুড়ে বিরাজমান ছিল উৎসবের উচ্ছ্বাস, তবে এবার এই আনন্দের আবহে বিশেষভাবে নজর কেড়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। উৎসবের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া আমলাপাড়া সার্বজনীন পূজা কমিটির মণ্ডপে ভিডিপি সদস্যদের সুশৃঙ্খল উপস্থিতি একটি সফল পূজার আলেখ্য রচনা করেছে।

এই বছর আমলাপাড়া মণ্ডপ ছিলো আভিজাত্য আর ব্যস্ততার প্রতীক। প্রতিদিন সেখানে লক্ষাধিক মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভিডিপি সদস্যদের কঠোর নজরদারি ও প্রোটোকল ব্যবস্থাপনার কারণে এই মণ্ডপটি ছিল ভিআইপিদের আনাগোনায় মুখর।

পূজার আয়োজনে অংশ নেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, সচিব, ঢাকা বিভাগের কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা ম্যাজিস্ট্রেট, এবং র‍্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সরকারি ও রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

এই বিশাল আয়োজনকে নিরাপদে ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ভিআইপি প্রোটোকল ব্যবস্থাপনা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ভিডিপি সদস্যরা পালন করেন এক গুরুত্বপূর্ণ ভূমিকা। উৎসব শুরু হওয়ার ১০ দিন আগেই তাঁরা দায়িত্ব গ্রহণ করেন এবং কঠোর নজরদারির মাধ্যমে পুরো এলাকাকে সুরক্ষিত রাখেন।

বিশেষ করে প্রশংসিত হয়েছেন কমান্ডিংয়ের দায়িত্বে থাকা ডিজি প্রশংসা ব্যাচপ্রাপ্ত ভিডিপি সদস্য মিরাজুন্নবী। তাঁর নেতৃত্বে হাসান, ইমন, রফিক ও মৌসুমি সহ অন্যান্য সদস্যরা ভিআইপিদের সঠিকভাবে মঞ্চে পৌঁছানো, জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে দক্ষতার প্রমাণ দেন।

জনগণ ও পূজা কমিটির পক্ষ থেকে এই সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। অনেকেই জানিয়েছেন, ভবিষ্যতে জননিরাপত্তার এই ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্বে তাঁরা ভিডিপি সদস্যদেরই দেখতে চান। ভিডিপি সদস্যদের এই নৈপুণ্য নারায়ণগঞ্জের পূজার ইতিহাসে এক নতুন পালক যুক্ত করল।

RSS
Follow by Email