নিহত যুবদল নেতা ইব্রাহিমের পরিবারের পাশে অধ্যাপক মামুন মাহমুদ
লাইভ নারায়ণগঞ্জ: গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে পুলিশের নির্যাতনে নিহত যুবদল নেতা ইব্রাহিমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাতে ছুটে গেলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। শুধু সমবেদনা জানানোই নয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তিনি নিহত নেতার পরিবারের হাতে আর্থিক অনুদানও তুলে দেন।
শুক্রবার (৩ অক্টোবর) আসরের নামাজের পর ফতুল্লা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হাজীগঞ্জ এলাকায় অবস্থিত নিহত ইব্রাহিমের বাসায় যান অধ্যাপক মামুন মাহমুদ ও স্থানীয় নেতৃবৃন্দ। এর আগে, বাড়ির পার্শ্ববর্তী মসজিদে ইব্রাহিমের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
যুবদল নেতা ইব্রাহিম গত বছরের ২৮ অক্টোবর ঢাকার মহা-সমাবেশে পুলিশের ব্যাপক নির্যাতনের শিকার হন। সেই আঘাতের ফলে দীর্ঘ সময় চিকিৎসা গ্রহণের পর গত ৩ সেপ্টেম্বর তিনি মারা যান।
পরিবারের পাশে দাঁড়িয়ে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “ইব্রাহিম গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে। আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইব্রাহিমের পরিবারের পাশে রয়েছেন। আমরাও তার পরিবারের সুবিধা ও অসুবিধায় সবসময় পাশে থাকব।”
ইব্রাহিমের বাড়িতে যাওয়ার আগে তাঁর পরিবারের জন্য আয়োজিত মিলাদ ও দোয়ায় অধ্যাপক মামুন মাহমুদ ছাড়াও অংশ নেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভুঁইয়া সহ স্থানীয় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
অধ্যাপক মামুন মাহমুদের এই দ্রুত পদক্ষেপ এবং দলের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান, রাজনৈতিক কারণে ক্ষতিগ্রস্ত কর্মীদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে জেলা বিএনপির অঙ্গীকারকেই তুলে ধরেছে।