শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫
Led05রাজনীতি

সময় এসেছে নিজেদের প্রাপ্য অধিকার বুঝে নেওয়ার: জব্বার

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেছেন, নির্বাচিত হলে তিনি জনগণের শাসক হিসেবে নয়, বরং সেবক হিসেবে কাজ করবেন। তিনি ফতুল্লার জলাবদ্ধতা নিরসন এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার করেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে জামায়াতে ইসলামীর ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে তিনি ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় অংশ নেন।

এসময় তিনি ধর্মগঞ্জ, চটলার মাঠ, সোনার বাংলা মাঠ, বোটবাড়ি, বেপারী পাড়া, পাকবাড়ি হয়ে ধর্মগঞ্জ গুদারাঘাট পর্যন্ত গণসংযোগ করেন এবং এলাকাবাসীর সামনে বক্তব্য রাখেন।

বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, ফতুল্লার জলাবদ্ধতার সমস্যা সংস্কারের নামে বিগত সময়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে, যার কারণে সামান্য বৃষ্টিতেই মানুষ মানবেতর জীবন পার করছে। তিনি প্রতিশ্রুতি দেন, “আল্লাহ তায়ালা আপনাদের খেদমত করার সুযোগ দিলে প্রতিটা কাজ যথাযথভাবে আমানতদারীতার সাথে সম্পন্ন করব ইনশাআল্লাহ।”

তিনি আরো বলেন, এখন সুযোগ এসেছে সমাজকে পরিবর্তন করার। বিগত সময়ে মানুষ নিজেদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এখন সময় এসেছে নিজেদের প্রাপ্য অধিকার বুঝে নেওয়ার।

আবদুল জব্বার বলেন, সমাজে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে সুখে-শান্তিতে বসবাস করতে পারবে। কেউ কারো উপর জুলুম করবে না, এবং মুসলমানদের পাশাপাশি অন্যান্য ধর্মের লোকজন তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে, তাদের অধিকার নিশ্চিত হবে এবং নিরাপত্তা দেওয়া হবে।

তিনি যুব সমাজের বেকারত্ব দূর করার ওপর জোর দিয়ে বলেন, বেকার শিক্ষিত যুবকদের যোগ্যতা অনুযায়ী কর্মক্ষেত্রের ব্যবস্থা করা হবে। যুব সমাজের বেকারত্ব দূর করতে পারলেই সমাজের অধিকাংশ অপরাধ দমন করা যাবে এবং সমাজকে মাদকমুক্ত করা সম্ভব হবে।

তিনি শেষে সকলের কাছে দোয়া চেয়ে বলেন, আল্লাহ তায়ালা যেন ন্যায়ভিত্তিক ইনসাফপূর্ণ সমাজ নির্মাণ করার তৌফিক দেন।

এসময় গণসংযোগকালে উপস্থিত ছিলেন ফতুল্লা পশ্চিম থানার আমীর মাওলানা নুরুল হক, সেক্রেটারি মাওলানা আবু হানিফ, ইউনিয়নের আমীর মাওলানা ইউনুস আলী, সেক্রেটারি আহাম্মদ হোসেন সহ স্থানীয় শতাধিক জামায়াত নেতাকর্মী।

RSS
Follow by Email