শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫
রাজনীতিসিদ্ধিরগঞ্জ

সব দল দেখা শেষ, এবার জামায়াতে ইসলামীর বাংলাদেশ: সাইফুদ্দিন

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগরী পশ্চিম থানার উদ্যোগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ-এর পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। এই গণসংযোগে অংশগ্রহণকারী জামায়াত নেতৃবৃন্দ জনগণের কাছে ন্যায় ও ইনসাফভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে শহরের মিশন পাড়া জামে মসজিদ এলাকা থেকে গণসংযোগটি শুরু হয়। এটি ধারাবাহিকভাবে ডনচেম্বার, চাষাঢ়া পুকুর পাড়, চকলেট ফ্যাক্টরী, ডনচেম্বার ঘুরে ব্যাংক কলোনি, খাঁনপুর বউ বাজার, ব্রাঞ্চ রোড হয়ে খাঁনপুর মেট্রো মোড়ে এসে শেষ হয়।

গণসংযোগে মহানগরী কর্ম পরিষদ সদস্য মাওলানা সাইফুদ্দিন মনির বলেন, “আগামী দিনে বাংলাদেশের মানুষ একটি ইসলামী রাষ্ট্র দেখতে চায়। তারই লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়। সব দল দেখা শেষ, এবার জামায়াতে ইসলামীর বাংলাদেশ।”

তিনি নারায়ণগঞ্জের জনগণের উদ্দেশ্যে আরও বলেন, “এই নারায়ণগঞ্জে ভাই, চাচা-চাচী, ভাতিজা কতো কিছুই দেখেছেন। কিন্তু কোনো উন্নয়ন দেখেননি। আমি বলতে চাই, বাংলাদেশের মানুষ আর কোনো চাঁদাবাজকে দেখতে চায় না। বাংলাদেশের মানুষ আর কোনো জালেমের রাজত্ব কায়েম দেখতে চায় না।”

মাওলানা সাইফুদ্দিন মনির দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, জামায়াতে ইসলামী আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে। তিনি ইসলামী রাষ্ট্র কায়েমের লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

উক্ত গণসংযোগে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী কর্ম পরিষদ সদস্য ওমর ফারুক, পূর্ব থানার আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর মজলিসে শুরা সদস্য ফরিদ উদ্দিন আহমাদ সহ শতাধিক জামায়াত নেতৃবৃন্দ।

RSS
Follow by Email