মদনপুরে মাসুদুজ্জামানে গণসংযোগ: তারেক রহমানের ৩১ দফা প্রচারে অঙ্গীকার
লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নে এক ব্যতিক্রমধর্মী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মাসুদুজ্জামান মাসুদ-এর পক্ষ থেকে এই প্রচার কর্মসূচি আয়োজিত হয়।
সাবেক যুবদল সভাপতি বাবুল ইসলাম-এর নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি তারেক রহমানের ৩১ দফার বিস্তারিত তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
প্রচারণা চলাকালে মাসুদের পক্ষে প্রতিনিধিরা বলেন, “দেশকে পুনর্গঠনের যে রূপরেখা তারেক রহমান দিয়েছেন, তা শুধু বিএনপির নয়— এটি দেশের প্রতিটি নাগরিকের আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। এই দফাগুলো পৌঁছে দিতে আমরা প্রতিটি মানুষের কাছে যাচ্ছি।”
মাসুদুজ্জামান মাসুদকে একজন নিবেদিতপ্রাণ সমাজসেবী হিসেবে উল্লেখ করে প্রতিনিধিরা জানান, তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের পাশে রয়েছেন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড, শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রে তার অবদান এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছে। তিনি বরাবরই দলীয় শৃঙ্খলা ও আদর্শকে গুরুত্ব দিয়ে নেতৃত্ব দিয়ে আসছেন।
গণসংযোগে স্থানীয়দের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। স্থানীয় একজন বাসিন্দা বলেন, “মাসুদ ভাই একজন ক্লিন ইমেজের মানুষ। উনার মতো নেতার দরকার আছে এই এলাকায়।”
এই গণসংযোগের মাধ্যমে মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে স্থানীয় জনগণের কাছে তারেক রহমানের দূরদর্শী রাজনৈতিক পরিকল্পনা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করা হয়েছে।