বৃহস্পতিবার, অক্টোবর ২, ২০২৫
Led01Led02Led03ধর্মসদর

আমরা পূজায় ঐতিহ্যকে ধারণ করেছি এবং এটি বিশ্ববাসীকে দেখাতে চাই: ডিসি

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, শারদীয় দুর্গোৎসবে যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও বন্ধন দেখা গেছে, এটিই বাংলাদেশের আসল পরিচয়। জেলায় পূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেছেন এবং সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে ৪টায় শহরের পাঁচ নং ঘাট এলাকায় প্রতিমা বিসর্জনের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সামনে একথা বলেন।

জেলা প্রশাসক জানান, পূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে তিনি পূর্বে জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সনাতনী ধর্মাবলম্বীদের বিভিন্ন কমিটির নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভা করেছিলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছিলেন। এর ফলশ্রুতিতে, জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতির মাধ্যমে এই উৎসব সফলভাবে উদযাপিত হয়েছে।

ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “এ পূজায় আমরা যে বন্ধন যে সাম্প্রদায়িক সম্প্রীতি দেখেছি এটিই বাংলাদেশ। আমরা এ ঐতিহ্যকে ধারণ করেছি এবং এটি বিশ্ববাসীকে দেখাতে চাই।”

প্রতিমা বিসর্জন প্রসঙ্গে তিনি বলেন, “মন্ত্রণালয় থেকে একটি টাইম ফ্রেম দেওয়া আছে। আমরাও চাই সন্ধ্যা সাতটার মধ্যে প্রতিমাগুলো বিসর্জন হয়ে যাক। আমাদের এমন পরিকল্পনা রয়েছে।” তিনি মণ্ডপ কমিটির নেতাদের প্রতি নির্দিষ্ট সময়ে ঘাটে আসার আহ্বান জানান।

তিনি আরও উল্লেখ করেন, হিন্দু ধর্মাবলম্বীদের দাবির পরিপ্রেক্ষিতে পাঁচ নম্বর ঘাটটি এখন অনেক বড় করা হয়েছে, যেখানে তারা আজ নতুন করে প্রতিমা বিসর্জন করতে পারবেন।

শান্তিপূর্ণ আয়োজনে সহযোগিতার জন্য তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলা প্রশাসক জানান, তিনি নিজে প্রতিটি উপজেলায় মণ্ডপ পরিদর্শন করেছেন এবং সবাইকে নিয়ে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে চান।

পরিদর্শনকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা বাহিনীর সর্বস্তরের কর্মকর্তাবৃন্দসহ সনাতনী ধর্মাবলম্বীদের বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email