জাতীয় জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপ: না.গঞ্জে বাছাই প্রতিযোগিতা ৫ অক্টোবর
লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে আসন্ন ৪২তম জাতীয় জুনিয়র (অনুর্ধ্ব-২০) ওপেন ও বালিকা দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৫-এ নারায়ণগঞ্জ জেলা দলের অংশগ্রহণের জন্য বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী ৫ অক্টোবর রবিবার সকাল ৯টায় জেলা ক্রীড়া সংস্থার প্যাভিলিয়নে এই বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংস্থাটি।
আগ্রহী খেলোয়াড়দের (যাদের বয়স ০১-০১-২০২৫ বা এরপর) আগামী ৫ অক্টোবর রবিবার সকাল ৯টার মধ্যে জেলা ক্রীড়া সংস্থার অফিস সহকারীর নিকট রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে। অংশগ্রহণের জন্য এন্ট্রি ফি ২০০/- টাকা এবং জন্মসনদ জমা দিতে হবে।
জেলা দল গঠনের লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যাতে নারায়ণগঞ্জের প্রতিভাবান জুনিয়র দাবাড়ুরা জাতীয় পর্যায়ে জেলার প্রতিনিধিত্ব করার সুযোগ পায়।