সাবেক এমপি আবদুস সাত্তার ভুঁইয়ার ৪৪তম মৃত্যুবার্ষিকী
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট পাট ব্যবসায়ী এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ আবদুস সাত্তার ভুঁইয়ার আজ (বৃহস্পতিবার) ৪৪তম মৃত্যুবার্ষিকী। তিনি ১৯৮১ সালের ২ অক্টোবর মৃত্যুবরণ করেন।
মরহুম আবদুস সাত্তার ভুঁইয়া ছিলেন নারায়ণগঞ্জের স্বনামধন্য পাট ব্যবসায়ী এ.আর ভুঁইয়ার ছেলে। তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের শুরু হয় ১৯৭০ সালে, যখন তিনি নারায়ণগঞ্জ ও বন্দর আসন থেকে প্রাদেশিক পরিষদের সদস্য (এমপিএ) নির্বাচিত হন।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তিনি। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি প্রতিবেশী ভারতে অবস্থান করে সক্রিয়ভাবে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেন। তাঁর দুই ছেলে আবিদুজ্জান ভুঁইয়া ও খালেদুজ্জামান ভুঁইয়াও মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর আবদুস সাত্তার ভুঁইয়া দেশ গড়ার কাজে নিয়োজিত হন এবং তিনি বাংলাদেশের সংবিধানের অন্যতম স্বাক্ষরদাতা ছিলেন।
রাজনীতির পাশাপাশি তিনি সমবায় ব্যাংকের চেয়ারম্যান, বিবি মরিয়ম গার্লস হাই স্কুলের প্রতিষ্ঠাতা, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং রেডক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জের সভাপতির মতো গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব পালন করেন।
তাঁর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিক উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামীকাল শুক্রবার বাদ আছর মদনপুর বড় সাব বাড়ি জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।