মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫
বন্দর

নবীগঞ্জে দুই নারী আটক, ইয়াবা উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: বন্দর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া এই দুই নারী নবীগঞ্জ কবরস্থান রোড এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানা পুলিশ এই অভিযান চালায়। অভিযানকালে নবীগঞ্জ কবরস্থান রোড এলাকায় তাদের দেহ তল্লাশি করে মোট ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন: বন্দর থানার ৬৮/১ উইলসন রোড এলাকার বাসিন্দা আল হেলাল মিয়ার স্ত্রী সেলিনা আক্তার (৩৫) এবং সালাউদ্দিন মিয়ার স্ত্রী নাসিমা বেগম (৪৫)।

এ ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোতালেব ভূঁইয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। বন্দর থানা পুলিশ নিশ্চিত করেছে, গ্রেফতারকৃতদের বুধবার (১ অক্টোবর) দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

RSS
Follow by Email