বৃহস্পতিবার, অক্টোবর ২, ২০২৫
সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী গ্রেপ্তার করতে গিয়ে র‌্যাবের ওপর হামলা, আহত ৪

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে গ্রেপ্তার করতে গিয়ে তার সহযোগীদের অতর্কিত হামলার শিকার হয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) সদস্যরা। এই হামলায় র‌্যাবের তিন সদস্যসহ মোট চারজন আহত হয়েছেন। তবে হামলার সুযোগ নিয়ে চিহ্নিত এই সন্ত্রাসী তার সহযোগীদের নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন আটি ওয়াপদা কলোনি বউ বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার (সিপিএসসি) লে. কমান্ডার মো. নাঈম উল হক সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী (৩৮)-এর ওয়াপদা কলোনি বউবাজার এলাকায় অবস্থানের খবর পেয়ে তাকে গ্রেফতারের জন্য সাদা পোশাকধারী র‌্যাবের চার সদস্যের দুটি গোয়েন্দা দল নজরদারি শুরু করে। সাহেব আলী মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

লে. কমান্ডার মো. নাঈম উল হক বলেন, গোয়েন্দা টিম সাহেব আলীর অবস্থান নিশ্চিত করার পরই বড় আকারে অভিযান চালানোর কথা ছিল। কিন্তু তার আগেই সন্ত্রাসী সাহেব আলী ও তার সহযোগীরা বিষয়টি টের পেয়ে যায় এবং গোয়েন্দা সদস্যদের ওপর অতর্কিতভাবে আক্রমণ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে সাদা পোশাকের র‌্যাব সদস্যরা যখন সাহেব আলীকে নজরে রাখছিলেন, তখনই তার ৮-১০ জন সহযোগী এসে তাদের ওপর হামলা চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। এ সুযোগে সন্ত্রাসী সাহেব আলী ও তার সহযোগীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

হামলার ঘটনায় র‌্যাবের তিন সদস্য ও রানা নামে স্থানীয় এক বাসিন্দা আহত হন। আহতদের মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত লাগায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের স্থানীয় ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আলাউদ্দিন নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, তিনি এসে দেখেন একজন র‌্যাব সদস্যের মাথা ফেটে রক্ত ঝরছে এবং তিনি ফার্মেসিতে চিকিৎসা নিচ্ছেন। ফার্মেসিতে কর্মরত শাহাদাত হোসেন জানান, প্রশাসনের সাদা পোশাকের চারজন আহত অবস্থায় দোকানে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে একজনের মাথায় ও দুজনের হাতে আঘাত ছিল।

র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার নাঈম উল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করা হয়।

উল্লেখ্য, সন্ত্রাসী সাহেব আলীর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় অন্তত এক ডজন মামলা রয়েছে বলে র‌্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে। হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসী ও তার সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

RSS
Follow by Email