বৃহস্পতিবার, অক্টোবর ২, ২০২৫
Led03সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে এক ব্যাক্তি আটক, ৭ কেজি গাঁজা উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আটককৃত ব্যক্তি সিদ্ধিরগঞ্জ বাগানবাড়ী উত্তর আজিবপুর এলাকার মৃত আ. লতিফ স্বর্ণকারের ছেলে মো. হোসেন মনা (৪২)।

পুলিশ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ শাহীনুর আলম-এর নেতৃত্বে কর্মরত এএসআই (নিরস্ত্র)/রাশেদুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ গত ১ অক্টোবর অভিযান পরিচালনা করেন।

অভিযানটি পরিচালিত হয় সিদ্ধিরগঞ্জ থানাধীন সিদ্ধিরগঞ্জ পুল কাঠপট্টি এলাকার জনৈক মনির হোসেনের শাহ-দেওয়ানবাগী ফার্ণিচার মার্ট নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর। এসময় পুলিশ একজন ব্যক্তিকে আটক করে।

পরবর্তীতে তার হেফাজতে থাকা সর্বমোট ৭ কেজি নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয় এবং জব্দ তালিকা মূলে তা জব্দ করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, আটককৃত মো. হোসেন মনার বিরুদ্ধে নিজ হেফাজতে উক্ত বিপুল পরিমাণ মাদকদ্রব্য রাখায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ।

RSS
Follow by Email