বোস কেবিনের সামনে ট্রেনের ধাক্কায় নারীর দুই পা বিচ্ছিন্ন
লাইভ নারায়ণগঞ্জ: নিয়তির এক নিদারুণ পরিহাস! সকালের ব্যস্ত সময়ে জীবিকার তাগিদে বের হওয়া এক মধ্যবয়সী নারীর জীবনে নেমে এলো এক ঘোর অন্ধকার। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ শহরের বোস কেবিন এলাকায় ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী একটি ট্রেনের ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে আসে সেই ভয়াবহ মুহূর্তের দৃশ্য। ঘড়ির কাঁটায় তখন সকাল ৭টা। ঢাকা থেকে দ্রুতগতিতে আসা ট্রেনটি বোস কেবিন সংলগ্ন এলাকা অতিক্রম করার সময় হঠাৎ করেই ধাক্কা লাগে অজ্ঞাতনামা ওই নারীর সঙ্গে। ট্রেনের ভয়াবহ আঘাতে ওই নারীর দুই পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনার তীব্রতায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। মুহূর্তেই পুরো এলাকা নিস্তব্ধ হয়ে গেলেও, দ্রুত সেই নিস্তব্ধতা ভাঙে মারাত্মকভাবে আহত নারীর ছটফট করা আর তীব্র আর্তনাদে। রক্তে ভেসে যায় রেললাইনের ধার।
ভয়াবহতা দেখে স্থানীয়রা আর এক মুহূর্ত দেরি করেননি। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে বুঝতে পারেন, আঘাতের তীব্রতা অত্যন্ত গুরুতর এবং তার জীবন ঝুঁকিপূর্ণ।
আহত নারীর শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় এবং উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, মারাত্মকভাবে আহত ওই নারীর অবস্থা এখনও সংকটাপন্ন। দুর্ঘটনার বেশ কিছু সময় পেরিয়ে গেলেও এখনও তার পরিচয় শনাক্ত করা যায়নি। কে এই নারী, কেনই বা তিনি ওই সময় রেললাইনে ছিলেন—তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। পুলিশ তার পরিচয় জানার চেষ্টা করছে।