মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫
রাজনীতি

ফ্যাসিস্টমুক্ত দেশ গড়তে পিআর’র বিকল্প নেই: মুফতি মাসুম বিল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: জনগণের ভোটের যথাযথ মূল্যায়ন ও দেশে ফ্যাসিবাদ তৈরির পথ বন্ধ করতে প্রচলিত নির্বাচনী পদ্ধতি পরিবর্তন করে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালুর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানার উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, বর্তমানে দেশে প্রচলিত পদ্ধতি হলো এফপিটিপি, যেখানে সংখ্যাগরিষ্ঠ ভোট না পাওয়া প্রার্থীরাও নির্বাচিত হতে পারেন এবং এতে সকলের ভোটের মূল্যায়ন করা হয় না।

তিনি আরও বলেন, “কিন্তু পিআর (PR) পদ্ধতিতে সকলের ভোটের যথাযথ মূল্য দেওয়া হয়। সংখ্যানুপাতিক এই পদ্ধতিতে সকলের ভোট কাউন্ট হয় এবং সে অনুযায়ী উক্ত দল তাদের প্রতিনিধি সংসদে পাঠায়। কাজেই পিআর পদ্ধতিতে জনগণের ভোট মূল্যায়িত হয় এবং এককভাবে সকল ক্ষমতা প্রয়োগ করতে না পারার কারণে ফ্যাসিস্ট তৈরি হওয়ার রাস্তা বন্ধ থাকে।”

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা চাই আগামী নির্বাচনে একটি সুন্দর লেভেল প্লেয়িং ফিল্ড বজায় থাকুক। ক্ষমতার অপব্যবহার যেন কেউ করতে না পারে, সে ব্যাপারে প্রশাসনের কার্যকরী ভূমিকা রাখার জন্য আমরা দাবি জানাচ্ছি।”

এসময় পরামর্শ সভায় আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি মুহা. নুর হোসেন, বন্দর থানার সেক্রেটারি মুহা. রফিকুল ইসলাম এবং ছাত্র আন্দোলন নগর সহ-সভাপতি মুহা. জাহিদুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।

RSS
Follow by Email