জাকির খানের ৫২তম জন্মদিনে কৃষক দলের মিলাদ ও দোয়া
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফলতম সভাপতি এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্যতম জনপ্রিয় নেতা জাকির খানের ৫২তম শুভ জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করে নারায়ণগঞ্জ মহানগর কৃষক দল। এই অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে জনাব জাকির খান স্বয়ং উপস্থিত হয়ে কেক কাটেন এবং উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। কেক কাটা পর্ব শেষে দোয়া ও নেওয়াজ বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন খাঁন-এর সভাপতিত্বে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সহ-সভাপতি সালেহ আহামেদ রনি, সহ-সভাপতি মশিউর রহমান চৌধুরী মশু, সদর থানা কৃষক দলের অন্যতম নেতা জুয়েল হোসেন, আজাজ চৌধুরী, মোহাম্মদ মাসুম সহ আরও অনেকে।
দোয়া শেষে উপস্থিত জনসাধারণের মধ্যে নেওয়াজ বিতরণ করা হয়। নেতাকর্মীরা তাদের প্রিয় নেতা জাকির খানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।