দুর্গাপূজায় নদী-উপকূলীয় এলাকায় বিশেষ টহল দল মোতায়েন করা হয়েছে: কমান্ডার রাফায়েল
লাইভ নারায়ণগঞ্জ: বাঙালির প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে নারায়ণগঞ্জের উপকূলীয় এবং নদী তীরবর্তী এলাকার পূজা মণ্ডপ পরিদর্শন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উৎসবের দ্বিতীয় দিন সোমবার (২৯ সেপ্টেম্বর) কোস্ট গার্ডের পক্ষ থেকে এই নিরাপত্তা কার্যক্রমের সূচনা করা হয়।
উপকূলীয় অঞ্চলে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে আজ দুপুরে ফতুল্লা ডিআইটি মাঠ সংলগ্ন শ্রী শ্রী শ্যামা কালী মন্দির পরিদর্শন করেন বাংলাদেশ কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা (ঢাকা জোন)-এর স্টেশন কমান্ডার মো. রাফায়েল মনোয়ার উৎসব।
পরিদর্শনকালে স্টেশন কমান্ডার মো. রাফায়েল মনোয়ার উৎসব বলেন, সরকারের নির্দেশনায় কোস্ট গার্ড উপকূলীয় অঞ্চলে দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তায় কাজ করছে। তিনি জানান, ঢাকা জোনে ৪৩টি মন্দির ও পূজা মণ্ডপ এবং চট্টগ্রাম, মংলা ও ভোলায় মোট ২২৪টি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করছে বাংলাদেশ কোস্ট গার্ড।
তিনি আরও বলেন, দুর্গাপূজাকে সামনে রেখে যে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে জনগণের জানমাল ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় কোস্ট গার্ড প্রস্তুত রয়েছে।
পূজা মণ্ডপে আগত ভক্তদের যাতায়াত সহজ করতে নদী ও উপকূলীয় এলাকায় বিশেষ টহল দল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিতে সর্বক্ষণিক নজরদারি অব্যাহত আছে।
কমান্ডার মো. রাফায়েল মনোয়ার উৎসব বিশেষভাবে উল্লেখ করেন, প্রতিমা বিসর্জনের দিন ফতুল্লা লঞ্চঘাট ও নারায়ণগঞ্জ বন্দরঘাটে বিশেষ ডুবুরি দল প্রস্তুত থাকবে। এছাড়াও উপকূল এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
এসময় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন ও পাগলা স্টেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও ফতুল্লা শ্রী শ্রী শ্যামা কালী মন্দির কমিটির সভাপতি নীল রতন দাস এবং সাধারণ সম্পাদক অর্জুন দাস উপস্থিত ছিলেন।