মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫
Led05ফতুল্লা

বৈষম্যবিরোধী হত্যা মামলায় আখিল মেম্বার গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হত্যা মামলায় স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদের পর এবার আরেকজন প্রভাবশালী ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আখিল উদ্দিন শিকদারকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলা এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আখিল উদ্দিন শিকদার ফতুল্লার মধ্যনগর এলাকার মৃত মুনসুর আলী সিকদারের ছেলে এবং বক্তাবলী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বার।

তবে, পুলিশি অভিযানের সময় আরেক ইউপি সদস্য মহিউদ্দিন ভূইয়া, যিনি এই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি, তিনি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান বলে জানা গেছে।

উল্লেখ্য, ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদ মেম্বারও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হত্যা মামলার আসামি। চেয়ারম্যান হওয়ার আগে এবং পরেও তিনি এই মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। এবার রশিদের পর আখিল উদ্দিন মেম্বারও গ্রেপ্তার হলেন।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আখিল উদ্দিন শিকদারকে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে মোট কয়টি মামলা রয়েছে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।

RSS
Follow by Email