সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫
Led03ধর্মসদর

না.গঞ্জের মণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি মোস্তাফিজুর

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোস্তাফিজুর রহমান মহোদয় নারায়ণগঞ্জ জেলার শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন।

রবিবার রাতে, তিনি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপ ঘুরে দেখেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন এবং মণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

অতিরিক্ত ডিআইজি মোস্তাফিজুর রহমান মহোদয় মণ্ডপগুলোতে পুলিশ, আনসার, গ্রাম পুলিশ এবং স্বেচ্ছাসেবকদের উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং নিরাপত্তা কর্মীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয় এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

RSS
Follow by Email