না.গঞ্জের ২২৪ মণ্ডপে ৯০৭ পুলিশ সদস্য মোতায়েন
লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা পুলিশ। জেলার ২২৪টি পূজা মণ্ডপে ৯০৭ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। রবিবার সকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে নিরাপত্তা সংক্রান্ত একটি বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
সকাল ৯টায় শুরু হওয়া এই ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়। এ সময় তিনি আসন্ন শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ডিউটি যথাযথভাবে সম্পন্ন করার জন্য উপস্থিত সকল অফিসার ও ফোর্সের প্রতি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভক্তদের নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন।
ব্রিফিং শেষে, ডিউটিতে মোতায়েনকৃত অফিসার ও ফোর্সরা প্রয়োজনীয় মালামাল নিয়ে সংশ্লিষ্ট পূজামণ্ডপে ৫ (পাঁচ) দিনব্যাপী ডিউটি করার উদ্দেশ্যে রওনা করে।
এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ ডিউটিতে মোতায়নকৃত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন। জেলা পুলিশের এই কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা পূজার সুষ্ঠু পরিবেশে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।