আসুন, কুরআনের পক্ষের প্রতিনিধিকে বিজয়ী করতে শপথ গ্রহণ করি: জব্বার
লাইভ নারায়ণগঞ্জ: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার ফতুল্লা এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শত শত নেতাকর্মীকে সাথে নিয়ে তিনি ফতুল্লা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কোতালেরবাগ এবং সস্থাপুর উত্তর ও দক্ষিণ এলাকায় ভোটারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন এবং দাঁড়ি পাল্লা মার্কায় ভোট ও দোয়া চান।
বাদ আসর কোতালেরবাগ বাংলাদেশ মাঠ থেকে শুরু করে গণসংযোগটি কোতালেরবাগ মধ্যপাড়া, সস্থাপুর বিশ্বরোড এলাকা হয়ে বিভিন্ন সড়ক ও অলিগলিতে পৌঁছায়। ভোটারদের সাথে সাক্ষাতের এক সংক্ষিপ্ত আলোচনায় মাওলানা আবদুল জব্বার তাঁর রাজনৈতিক দর্শনের মূল কথা তুলে ধরেন।
তিনি বলেন, “সকল বৈষম্য দূর করতে আল্লাহর দ্বীন বিজয়ী করতে হবে।”
মাওলানা আবদুল জব্বার আরও বলেন, “যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, সেই আল্লাহই জানেন মানুষের শান্তি কোন পথে। আর কুরআনের পথ হলো শান্তির পথ। তাই আসুন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুরআনের বিধান দিয়ে মানুষের শান্তি প্রতিষ্ঠা করতে কুরআনের পক্ষের প্রতিনিধিকে বিজয়ী করতে শপথ গ্রহণ করি।”
গণসংযোগকালে মাওলানা আবদুল জব্বারের সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিন, ফতুল্লা সাংগঠনিক দক্ষিণ থানা আমির মাওলানা নাসির উদ্দিন, সেক্রেটারি ডা: ফরিদ, ৫ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি এডভোকেট মাসুদুর রহমান, নুরুদ্দীন খুশি, শ্রমিক নেতা আজিজুদ্দিন বাবুল, বশির হাজি, মজিবুর রহমান, মো: মহসিন, মো: রজ্জব সহ শতাধিক নেতাকর্মী।