রবিবার, অক্টোবর ১৯, ২০২৫
Led03রাজনীতি

শারদীয় দুর্গোৎসবে শহর-বন্দরে মাসুদুজ্জামানের সহায়তা

লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৫ উপলক্ষে নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ শহর ও বন্দরে বস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই মানবিক কর্মসূচি পালিত হয়।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট-এর উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরে পৃথক দুটি স্থানে বস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রথম অনুষ্ঠানটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বলদেব আখড়া, নিতাইগঞ্জে এবং অপরটি বাবু পাড়া বৃন্দাবন আখড়া, বন্দর এলাকায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা দেশের ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের ঐতিহ্য তুলে ধরেন। তাঁরা বলেন, বাংলাদেশ এমন এক দেশ যেখানে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে একসঙ্গে বসবাস করছে এবং এই ঐতিহ্য বজায় রাখতে সকলের সম্মিলিত চেষ্টা প্রয়োজন।

বক্তারা বিএনপির নীতি তুলে ধরে বলেন, দল সবসময় বিশ্বাস করে— “ধর্ম যার যার, রাষ্ট্র সবার।” তাঁরা আরও উল্লেখ করেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোর এক মানবিক সংগঠন, যা যেকোনো পরিস্থিতিতে মানুষের সাহায্যে এগিয়ে আসে।

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা ফ্রন্টের সভাপতি অভয় কুমার এবং সদস্যসচিব কার্তিক ঘোষ। মাসুদুজ্জামান মাসুদের পক্ষে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বিএনপির সাবেক নগর কমিটির সমাজকল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক মনির হোসেন সরদার এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট শরিফুল ইসলাম শিপলু।

RSS
Follow by Email