সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫
Led03রাজনীতিসোনারগাঁ

৩১ দফা বাস্তবায়নে সোনারগাঁওয়ে আল মুজাহিদ মল্লিকের উঠান বৈঠক

লাইভ নারায়ণগঞ্জ: আগামী দিনের উন্নত ও স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জোরদার হচ্ছে মাঠ পর্যায়ের প্রস্তুতি। এই কর্মসূচির অংশ হিসেবে সোনারগাঁওয়ে একটি বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে ৩১ দফা কর্মসূচিতে নারীর অধিকার প্রতিষ্ঠার দিকটির ওপর বিশেষভাবে আলোকপাত করা হয়।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার বারদী ইউনিয়নের আলমদী গ্রামে স্থানীয় বিএনপি সমর্থক ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক।

প্রধান আলোচকের বক্তব্যে আল মুজাহিদ মল্লিক বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ সকল দিক থেকে একটি স্বয়ংসম্পূর্ণ এবং উন্নত রাষ্ট্রে পরিণত হবে। তিনি জোর দিয়ে বলেন, নারীদের অধিকার নিশ্চিত না করে জাতীয় উন্নয়নের অগ্রগতি সম্ভব নয়। নারীদের অবহেলিত রেখে কোনো জাতির পূর্ণাঙ্গ উন্নয়ন আশা করা যায় না।

আল মুজাহিদ মল্লিক আরও বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে আমাদের নেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার ২৩ নাম্বার দফায় নারীর অধিকার প্রতিষ্ঠার উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। এই দফাগুলো কার্যকর হলেই দেশে সত্যিকারের গণতন্ত্র ও সুশাসন ফিরে আসবে।

দীর্ঘ আলোচনার পর প্রধান আলোচক আল মুজাহিদ মল্লিক বিএনপি’র ৩১ দফার পক্ষে উপস্থিত প্রায় দুই শতাধিক নারীর কাছ থেকে জনসমর্থন আদায় করেন। একই সাথে, ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি’র প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করানোর প্রতিশ্রুতিও তিনি উপস্থিত সকলের কাছ থেকে গ্রহণ করেন।

RSS
Follow by Email