সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫
Led05অর্থনীতি

শ্রমিক নির্যাতনের প্রতিবাদে টেক্সলাইন গার্মেন্টের বিরুদ্ধে বিক্ষোভ

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বিসিকে অবস্থিত টেক্সলাইন গার্মেন্টের বিরুদ্ধে, শ্রমিক মো. হেলালকে কারখানার ভেতরে আটকে রেখে অমানুষিক মারধর করা হয়েছে। এই বর্বর ঘটনার প্রতিবাদে রাজপথে নামল শ্রমিক সংগঠনগুলো। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি।

গার্মেন্ট শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক আব্দুল আল মামুনের সভাপতিত্বে এই প্রতিবাদ সভায় যোগ দেন বিভিন্ন শ্রমিক সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।

বিক্ষোভ কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান অঞ্জন দাস। তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, জুলাই অভ্যুত্থানে শ্রমিকরা রক্ত দিয়েছে। অথচ যে মালিক পক্ষরা সেই অভ্যুত্থানকে ‘তাণ্ডব’ বলেছিলেন, আজ তারাই নির্যাতন চালাচ্ছেন। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার শ্রমিকদের সংকটকে আমলে নিচ্ছে না।

অঞ্জন দাস জানান, “গত ২৫ সেপ্টেম্বর রাত ৮ টায় বকেয়া বেতন পরিশোধের কথা বলে কারখানায় ডেকে নিয়ে মালিক তরিকুল ইসলাম ও তার চাচাত ভাই শিহাব সহ ৮/১০ জন সন্ত্রাসী দিয়ে শ্রমিক হেলালের উপর অমানুষিক নির্যাতন করেছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো, পুলিশ প্রশাসন এ ব্যাপারে নির্বিকার!”

শ্রমিক নেতা অঞ্জন দাস অবিলম্বে টেক্সলাইন গার্মেন্টের মালিক তরিকুল ইসলাম ও তার চাচাত ভাই শিহাবকে গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানান। তিনি সতর্ক করে বলেন, কারখানায় শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি হুঁশিয়ারি দেন, প্রয়োজনে এদেশের ৪০ লক্ষ শ্রমিকরা আবারও রাজপথে নামতে পারে।

বিক্ষোভ কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন গার্মেন্ট সোয়েটার ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার সভাপতি এম এ শাহীন, শ্রমিক জাগরণ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর আলম গোলক, টেক্সটাইল গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এফ এম আবু সাঈদ, গার্মেন্ট শ্রমিক ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এম এ শরীফ, ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি ইউশা ইসলাম, গার্মেন্ট শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সম্পাদক আল আমিন, দপ্তর সম্পাদক রনি শেখ, সদস্য মোবাশ্বির হোসেন সহ প্রমুখ নেতৃবৃন্দ।

RSS
Follow by Email