ছাত্র মজলিসের না.গঞ্জ মহানগর ও জেলার কমিটি পুনর্গঠন
লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ২০২৫-২০২৬ সেশনের জন্য নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখার কমিটি পুনর্গঠন সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মজলিস কার্যালয়ে অনুষ্ঠিত সদস্য সমাবেশে নতুন কমিটি পুনর্গঠন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী।
সদস্যদের প্রত্যক্ষ ভোটে নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হিসেবে মুহাম্মদ শাহনেওয়াজ নির্বাচিত হয়েছেন এবং ফজলে রাব্বি সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন। অন্যদিকে, নারায়ণগঞ্জ জেলা সভাপতি হিসেবে আনাস আহমদ এবং কামরুল হাসান মিরাজ সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন।
সমাপনী অধিবেশনে মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজের সভাপতিত্বে এবং নব মনোনীত জেলা সভাপতি আনাস আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি সাইফুদ্দিন আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও খেলাফত মজলিসের মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতি শেখ শাব্বীর আহমাদ, সাবেক মহানগর সভাপতি মাওলানা শরীফ মাহমুদ, সাবেক জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদ, সাবেক জোন সদস্য মুফতী তৌফিক বিন হারিস সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। নতুন কমিটি পুনর্গঠনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত নেতৃবৃন্দ।