তারেক রহমানের ২০ লক্ষ টাকা উপহার মহানগর বিএনপির
লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের ৭০টি পূজামণ্ডপের কমিটির নেতৃবৃন্দের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ২০ লক্ষ টাকার শারদীয় উপহার তুলে দিয়েছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ী নেতারা সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার এবং ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’—এই স্লোগানে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে হোসিয়ারী কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে এই আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় থাকা বিশিষ্ট ব্যবসায়ী ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল প্রধান অতিথির বক্তব্যে বলেন, “আমরা সকলেই বাংলাদেশের নাগরিক। বিভিন্ন ধর্মের মানুষ এখানে বসবাস করে। একটা সময় ছিলো যখন বলা হতো ধর্ম যার যার উৎসব সবার কিন্তু না, ধর্ম যার যার বাংলাদেশ সবার।”
তিনি বলেন, “প্রতিটি নাগরিকের অধিকার রয়েছে তার ধর্ম ও উৎসবকে স্বাধীনভাবে পালন করার। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া এ স্লোগানকে সামনে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাবো এবং দেশটাকে নতুন করে বিনির্মাণ করবো।”
অতীতের সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, “কোনো না কোনো কারণবশত ফ্যাসিস্ট সরকার কী অবস্থা করেছে, সেটা আপনারা জানেন। আমি বিএনপি ঘরানার ব্যবসায়ী, এজন্য হয়তো আমাকে সবকিছু থেকে বিচ্যুত করেছে। সনাতনী ভাইবোনদের বলবো, অতীতে যেসকল সমস্যার সম্মুখীন আপনারা হয়েছেন, আগামীতে আর হবেন না। মহানগর বিএনপি, ব্যবসায়ী জোট রয়েছে, সর্বোপরি মনে করবেন আপনাদের একজন ভাই রয়েছে। যেকোনো প্রয়োজনে আপনারা আমাকে জানাবেন। আমি সবসময় আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।”
বক্তব্য শেষে ৭০টি পূজা মণ্ডপে ২০ লক্ষ টাকার শারদীয় উপহার প্রদান করা হয়।
মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় এ সময়ে আরও উপস্থিত ছিলেন— জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, বিশিষ্ট ব্যবসায়ী প্রবীর কুমার সাহা, সরোজ কুমার সাহা, রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দজী মহারাজ, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন, মহানগরের সাধারণ সম্পাদক সুশিল কুমার সাহা, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির খান, ফতেহ মোঃ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. আনোয়ার প্রধান সহ অন্যান্য নেতৃবৃন্দ।