বিসিকে শ্রমিক আটকে মারধর! টেক্সলাইন গার্মেন্টের বিরুদ্ধে থানায় অভিযোগ
লাইভ নারায়ণগঞ্জ: বকেয়া বেতন চাওয়া যেন অপরাধ! নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলে ন্যায্য পাওনা দাবি করায় এক পোশাক শ্রমিককে কারখানার ভেতরে আটকে রেখে বেধড়ক মারধর এবং ঘটনা প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে মালিকপক্ষের লোকজনের বিরুদ্ধে। নির্যাতনের শিকার ওই শ্রমিক, মোঃ হেলাল (২১), এ ঘটনায় ফতুল্লা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মো. হেলাল বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি মাসদাইর অঞ্চলিক কমিটির সদস্য। গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে তিনি বাদী হয়ে ফতুল্লা থানায় এই অভিযোগ করেন।
অভিযোগ থেকে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর, রাত ৮ টায় বকেয়া বেতন পরিশোধের কথা বলে বিসিক শিল্পাঞ্চলের ১নং গলিতে অবস্থিত টেক্সলাইন গার্মেন্টের শ্রমিক মো. হেলালকে কারখানায় ডেকে আনা হয়। হেলাল দীর্ঘদিন ধরে উক্ত কারখানার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন এবং যাবতীয় নিয়ম অনুসরণ করেই চাকরি ছেড়েছিলেন। গত মাসের বকেয়া বেতন নিয়ে তাকে নানাভাবে হেনস্থা করা হচ্ছিল।
বকেয়া বেতন দাবি করার পরই টেক্সলাইন গার্মেন্টের মালিক তরিকুল ইসলামের চাচাতো ভাই শিহাবের (৩০) নেতৃত্বে অন্তত ১০ থেকে ১২ জন মিলে কারখানার ভেতর প্রায় ঘন্টখানেক আটকে রেখে বেধড়ক মারধর করে হেলালকে। মারধরের পর তাকে ঘটনা প্রকাশ পেলে প্রাণ নাশের হুমকিও দেওয়া হয়। শ্রমিক নেতা মোঃ হেলাল তার ওপর হওয়া এই নির্যাতনের বিচার চেয়েছেন।
এদিকে, শ্রমিককে মারধর ও হত্যার হুমকির প্রতিবাদে মাঠে নামছে শ্রমিক সংহতি। বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি ঘোষণা করেছে যে, আগামী ২৮ সেপ্টেম্বর, রবিবার, সকাল ১১ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে উক্ত ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।