জ্ঞানী-সৌভাগ্যবানদের নিয়ে সোনারগাঁবাসীর কল্যাণে কাজ করতে চাই: গিয়াসউদ্দিন
লাইভ নারায়ণগঞ্জ: কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন—রাজনৈতিক পরিচয়ের গণ্ডি পেরিয়ে এবার সোনারগাঁয়ের শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন। তিনি ঘোষণা করেছেন, লেখাপড়া করে জ্ঞান অর্জন করা সৌভাগ্যবানদের নিয়েই তিনি সোনারগাঁবাসীর কল্যাণে কাজ করতে চান। কোনো রাজনৈতিক দলাদলি নয়, বরং নৈতিক চরিত্র গঠনেই থাকবে তার মূল মনোযোগ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সোনারগাঁয়ের পানাম ফুড পার্কে গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের আয়োজনে এই বিশেষ সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি ছিল সোনারগাঁ উপজেলা থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে মতবিনিময় এবং ‘কেমন চাই সোনারগাঁ’ শীর্ষক আলোচনা।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, “আমরা যারা সৌভাগ্যবান মানুষ, লেখাপড়া করে জ্ঞান অর্জন করতে পেরেছি, তাদের সাথে নিয়ে সোনারগাঁবাসীর কল্যাণে কাজ করব।”
তিনি সন্তানের গুরুত্ব তুলে ধরে বলেন, “পৃথিবীতে মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ তার সন্তান। মহান স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ। এই মূল্যবান মানুষগুলোর কল্যাণে আমরা কাজ করব। আমাদের সামর্থ্য অনুযায়ী প্রত্যেকে এগিয়ে আসতে হবে।”
তিনি জোর দিয়ে বলেন, “এখানে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা থাকবে না। দলাদলি নয়, বরং নৈতিক চরিত্র গঠনে আমরা ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে কাজ করতে চাই।”
শিক্ষার্থীদের উদ্দেশ্যে মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, “আমাদের ঐক্য, মতামতের সমন্বয়, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ এবং বাস্তবায়নে সবার প্রচেষ্টা প্রয়োজন। শিক্ষার্থীদের আলোচনায় আমি প্রত্যেকের মধ্যে স্বপ্ন দেখেছি।”
তিনি স্বপ্নের দুটি ধরণের ব্যাখ্যা দিয়ে বলেন, “স্বপ্নের দুটি ধরণ রয়েছে—একটি ঘুমিয়ে দেখা যায়, আরেকটি জেগে স্বপ্ন দেখা। আমরা জেগে যে স্বপ্ন দেখি, সেটিকে বাস্তবায়নের জন্য এখন পরিকল্পনা ও বাস্তবায়ন প্রয়োজন। ইনশাআল্লাহ আমরা আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চাই।”
অনুষ্ঠানটি পরিচালনা করেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের প্রভাষক দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সফর আলী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. গিয়াসউদ্দিন, ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ নুর আলম প্রমুখ।