শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫
Led02Led03ধর্ম

এবার না.গঞ্জে কুমারী দেবীর রূপ নিবেন রাজশ্রী ভট্টাচার্য্য

স্টাফ রিপোর্টার, লাইভ নারায়ণগঞ্জ: প্রতিবছর মহা অষ্টমীর দিনে নারায়ণগঞ্জের আকাশ থাকে এক অলৌকিক প্রত্যাশায় মগ্ন। এবারও তার ব্যতিক্রম নয়! আগামী ৩০ সেপ্টেম্বর, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাসকে মূর্ত করে নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রমের পুণ্যভূমি আলোকিত হতে চলেছে। চিরায়ত সেই বিশ্বাস অনুযায়ী, এদিন দেবী দুর্গা স্বয়ং স্বর্গীয় আবির্ভাব ঘটাবেন এক কিশোরীর মাঝে। দেবীরূপে মানবীর মঞ্চে অধিষ্ঠিত হবেন মাত্র সাত বছর বয়সী রাজশ্রী ভট্টাচার্য্য। কুমারী বেশে সেই মহামায়াকেই মাতৃজ্ঞানে পূজা করবেন দেশ-বিদেশ থেকে আসা শত শত ভক্ত—এক বিরল আধ্যাত্মিক মুহূর্তের জন্য অপেক্ষা করছে গোটা শহর।

শহরের রামকৃষ্ণ মিশনে প্রতিবছরের মত এবারও শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীর দিন এই ঐতিহ্যবাহী কুমারী পূজা অনুষ্ঠিত হবে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রামকৃষ্ণ মিশনের স্বামী মহারাজ একনাথনন্দ এই মহতি আয়োজনের তথ্য নিশ্চিত করেছেন।

যে কিশোরীকে দুর্গা প্রতিমার দেবীজ্ঞানে পূজা করা হবে, সেই পূজার আসনে বসছেন মাত্র ৭ বছর বয়সী রাজশ্রী ভট্টাচার্য্য। রাজশ্রীকে পূজার মণ্ডপে তুলে এনে ষোড়শ উপাচারে পূজা করা হবে। তার এই দেবীরূপে প্রকাশকে ঘিরে তার পরিবার এবং স্থানীয়দের মধ্যে উৎসাহের বাঁধ ভেঙেছে।

রাজশ্রী ভট্টাচার্য্য নারায়ণগঞ্জের দেওভোগ আখড়া এলাকার পাপ্পু ভট্টাচার্য্য ও স্বর্না ভট্টাচার্য্যের মেয়ে। সে মোদগুল্লো গোত্রের এবং নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।

স্বামী মহারাজ একনাথনন্দ জানান, নারায়ণগঞ্জ ছাড়াও আশেপাশের বিভিন্ন জেলা থেকে ভক্তবৃন্দরা এই পূজায় অংশ নেবেন।

রামকৃষ্ণ মিশনের স্বামী মহারাজ একনাথনন্দ কুমারী পূজার গভীর আধ্যাত্মিক তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, “নারী মানে মায়ের প্রতীক। কুমারী পূজা মানে স্বয়ং মাকে পূজা করা। আমরা একজন কুমারীকে মাতৃজ্ঞানে পূজা করি, কারণ এই ধরণীর সকল নারীর মাঝেই দেবী দুর্গার দিব্যরূপ ও শক্তি বিদ্যমান। এই পূজা মূলত নারীর প্রতি সম্মান এবং মাতৃশক্তির চিরন্তন সত্যের প্রতীকী উপাসনা।”

এই মহোৎসবকে কেন্দ্র করে মিশনের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। বিপুল সংখ্যক ভক্তের আগমনকে সামনে রেখে মণ্ডপে নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

RSS
Follow by Email