শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫
Led03রাজনীতি

জামায়াত নেতা হাফেজ তোফাজ্জলের ইন্তেকাল, শোক প্রকাশ

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী ওলামা মাশায়েখ বিভাগের সেক্রেটারি এবং আদর্শ স্কুল নারায়ণগঞ্জ এর সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা তোফাজ্জল হোসাইন চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন।) শুক্রবার রাত ৮টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মাওলানা তোফাজ্জল হোসাইন ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের একজন অত্যন্ত প্রিয় ও নিবেদিতপ্রাণ দায়িত্বশীল।

তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন মহানগরীর আমির মাওলানা আবদুল জব্বার ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন।

নেতৃদ্বয় এক যৌথ শোক বার্তায় বলেন, “মরহুম মাওলানা তোফাজ্জল হোসাইন ছিলেন ইসলামি আন্দোলনের জন্য নিবেদিত প্রাণ।”

শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন এবং তাঁর পরিবার পরিজনকে সবরে জামিল দান করুন বলে দোয়া করা হয়।

RSS
Follow by Email