বন্দরে হোসিয়ারির ৩ দোকানে আগুন
লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ আগুনে হোসিয়ারির তিনটি দোকান ভস্মীভূত হয়ে গেছে। এই অগ্নিকাণ্ডে আনুমানিক প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রেললাইন সংলগ্ন শাহজালাল মাদ্রাসা এলাকার দোকানগুলোতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
বন্দর ফায়ার সার্ভিসের স্টেশনের সাব ইন্সপেক্টর ফারুক মিয়া জানান, “আগুনের খবর পেয়ে আমাদের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে ১৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।”
তিনি প্রাথমিকভাবে ধারণা করে বলেন, “প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড সংঘটিত হতে পারে।”
তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ ও আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।