বন্দরে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ
লাইভ নারায়ণগঞ্জ: পারিবারিক কলহের জেরে বন্দরে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছেন হনুফা বেগম (২৪) নামের এক গৃহবধূ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে মদনপুর ইউনিয়নের ছোটবাগ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত হনুফা বরিশাল জেলার মইশখোলা এলাকার মৃত লোকমান হোসেন মিয়ার মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টা থেকে রাত পৌনে ১টার মধ্যে কোনো এক সময় এই আত্মহত্যার ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ধামগড় ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহ উদ্ধার করে।
বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী জানান, গৃহবধূর আত্মহত্যার ঘটনায় নিহতের মা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করেছেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ওসি আরও জানান, ঠিক কী কারণে হনুফা বেগম আত্মহত্যা করেছেন, তা জানার জন্য পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।