মাসদাইরে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করলো মহানগর বিএনপি
লাইভ নারায়ণগঞ্জ: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘৩১ দফা কর্মসূচি’ সাধারণ মানুষের মুক্তির সনদ—এই বার্তা নিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা-কর্মীরা শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে মাসদাইল বাজারে লিফলেট বিতরণ করেছে। কর্মসূচিতে নেতারা বলেন, জনগণের দোরগোড়ায় ৩১ দফা পৌঁছে দিতে মহানগর বিএনপি নিরলসভাবে কাজ করছে।
সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ সদর থানাধীন ১৩ নং ওয়ার্ডের আয়ত্তাধীন মাসদাইল বাজার থেকে এই লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়।
লিফলেট বিতরণ কর্মসূচিটি আয়োজন করেন সদর থানা আওতাধীন ১৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এডভোকেট মো. রিফাত আহমেদ এবং সাধারণ সম্পাদক হীরা সরদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, “আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন, সেটি এই দেশের সাধারণ মানুষের মুক্তির সনদ। আমরা নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সেই দফাগুলো জনগণের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করছি।”
তিনি দৃঢ়তার সাথে বলেন, এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র ফিরবে, মানুষের ভোটাধিকার ফিরবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে এবং দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে।
শারদীয় দুর্গাপূজা নিয়ে তিনি বলেন, “আগামীকাল থেকে শারদীয় দুর্গাপূজার উৎসব শুরু হবে। আমরা মহানগর বিএনপির প্রতিটি নেতাকর্মীকে সাথে নিয়ে প্রতিটি পূজা মণ্ডপে যাব, হিন্দু ধর্মাবলম্বী ভাইবোনদের পাশে দাঁড়াব এবং এই দফাগুলোর কথা তাদেরও জানাব।” তিনি আরও যোগ করেন, “আমরা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি না; আমরা রাজনীতি করি জনগণের জন্য। তাই জনগণের এই আন্দোলনে আমরা রাজপথে আছি, রাজপথেই থাকব।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু। তিনি বলেন, “আমরা ৩১ দফাকে শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ রাখিনি, আমরা এটিকে মানুষের জীবনে বাস্তবায়িত করার শপথ নিয়েছি। এই কর্মসূচি কেবল লিফলেট বিতরণ নয়, বরং এটি মানুষের কাছে বিএনপির প্রতিশ্রুতির দিকনির্দেশনা পৌঁছে দেওয়ার একটি মহৎ প্রয়াস।”
তিনি সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে চান যে, এই ৩১ দফার প্রতিটি ধাপ তাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম।
পূজা উপলক্ষে তিনি বলেন, “আমরা মহানগর বিএনপি প্রতিটি পূজা মণ্ডপে যাব, সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের পাশে থাকব এবং তাদের কাছে এই বার্তাটি পৌঁছে দেব যে, বিএনপি হলো জনগণের দল যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই সমানভাবে অধিকার ভোগ করবে।”
তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমান ঘোষিত এই ৩১ দফা বাস্তবায়িত হলে ২০ কোটি মানুষের মুখে হাসি ফুটবে, দেশে শান্তি ও সমৃদ্ধি ফিরবে।
এ সময় মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে লিফলেট হাতে নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।