১৮ কোটি মানুষই বাংলাদেশী হিসেবে পরিচিত হবে: মামুন মাহমুদ
স্টাফ রিপোর্টার, লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা ও সহমর্মিতা জানাতে সিদ্ধিরগঞ্জের ৮টি পূজামণ্ডপে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের নয়াআটি এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুদান তুলে দেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
অনুষ্ঠানে অধ্যাপক মামুন মাহমুদ মণ্ডপের দায়িত্বে থাকা পূজা উদযাপন পরিষদের নেতাদের হাতে আর্থিক অনুদান, শাড়ি কাপড় ও লুঙ্গি উপহার হিসেবে তুলে দেন।
অনুষ্ঠানে অধ্যাপক মামুন মাহমুদ তাঁর বক্তব্যে বিএনপি’র ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা এবং ‘২৪ এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের চেতনায় বিশ্বাস করে বৈষম্যহীন বাংলাদেশ গঠন করবে।”
তিনি আরও বলেন, দলের নেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে দেশকে ‘রেইন-বো নেশন’ হিসেবে গড়ে তোলা হবে। এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, “সেটি হবে সকল জাতি, সকল ধর্ম, সকল বর্ণ, পাহাড়ি, সমতল এবং সকল মত-পথের মানুষ মিলে একটি অসাম্প্রদায়িক বৈষম্যহীন বাংলাদেশ। যে বাংলাদেশে ১৮ কোটি মানুষই বাংলাদেশী হিসেবে পরিচিত হবে।”
অধ্যাপক মামুন মাহমুদ জোর দিয়ে বলেন, “এখানে সব ধর্মের সমান অধিকার থাকবে, সব মানুষের সমান অধিকার থাকবে। যে ধর্মে বিশ্বাস করে সে-ও যে অধিকার রাখবে, যে ধর্মে বিশ্বাস করে না সে-ও এক-ই অধিকার নিয়ে এদেশের নাগরিক হিসেবে বসবাস করবে। এরকম একটি অসাম্প্রদায়িক, বৈষম্যহীন সম্প্রীতির বাংলাদেশ নির্মাণ করতে চায় বিএনপি।”
পূজা কমিটির নেতৃবৃন্দ এ সময়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি’র নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ রিয়াজুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দুলাল চন্দ্র দাস, সিদ্ধিগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র বর্মন, গোদনাইল হাজারীবাগ দুর্গা মন্দিরের সভাপতি পবিত্র চন্দ্র বর্মন এবং ২নং ঢাকেশ্বরী মন্দিরের সাধারণ সম্পাদক মাদব চন্দ্র দাস। এসময়ে জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শেফালী রাণী দাস সহ পূজামণ্ডপগুলোর নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।