যেমন তেমন নির্বাচন করে আপনি লন্ডন পাড়ি জমাবেন, মেনে নিবো না: মুফতি মাসুম বিল্লাহ
লাইভ নারায়ণগঞ্জ: ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান বক্তা ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, দেশের বৃহত্তর জনগোষ্ঠী এখন পিআর পদ্ধতি চায়। তাই তিনি নির্বাচন কমিশনের প্রতি পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি জানান।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ডিআইটি চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
মুফতি মাসুম বিল্লাহ স্বৈরাচারী সরকারের পরিণতি নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যেমন তেমন নির্বাচন আয়োজন করে আপনি লন্ডন পাড়ি জমাবেন তা আমরা মেনে নিবো না। ৫ আগস্টে এয়ারপোর্ট দিয়ে ফ্যাসিস্ট হাসিনা পালাতে পারে নাই, হেলিকপ্টার দিয়ে দিল্লী পালিয়েছে। আমরা চাই আপনার পরিণতি এমন না হোক।”
পিআর পদ্ধতির পক্ষে জনমত তৈরির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “পি আর এর পক্ষে ২৫টি দল একমত হয়েছে। দেশের বৃহৎ একটি জনগোষ্ঠী এ পদ্ধতি চায়। সুতরাং বলা যায়, পিআর-এর পক্ষে জনমত তৈরি হয়েছে; পিআর পদ্ধতিতে নির্বাচন দিন।”
তিনি নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করে বলেন, নির্বাচন কমিশনার ঘোষণা দিয়েছেন যে পিআর নাকি সংবিধানে নেই, তাই প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হবে। মুফতি মাসুম বিল্লাহ এ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, জুলাই-আগস্টের আন্দোলন শুধুমাত্র একটি গতানুগতিক নির্বাচনের জন্য নয়। এদেশের জনগণ যেভাবে রাজপথে নেমে স্বৈরাচার হটিয়েছে, ঠিক তেমনি চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতিবাজদেরও কবর রচনা করবে।
সমাবেশ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে নিম্নলিখিত ৫ দফা দাবি জানানো হয়, জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন। সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। গণহত্যার দৃশ্যমান বিচার। বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার। বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাও. দ্বীন ইসলামের সভাপতিত্বে মিছিল পূর্ব সমাবেশে আরো বক্তব্য রাখেন, নগর সহ-সভাপতি মাও. হাবিবুল্লাহ হাবিব, নুর হোসেন, নগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, জেলা সেক্রেটারি মুহা. জাহাঙ্গীর কবির, নারায়ণগঞ্জ-৪ আসনের হাতপাখা প্রার্থী মুফতি ইসমাইল সিরাজী, নারায়ণগঞ্জ-১ আসনের মুফতি ইমমাদুল্লাহ হাশেমী, নারায়ণগঞ্জ-৩ আসনের ফারুক আহমেদ মুন্সী সহ থানা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে জেলা সভাপতি মাও. দ্বীন ইসলাম বলেন, স্বৈরাচার সরকার কখনোই যাতে ফিরে আসতে না পারে তার জন্য পিআর পদ্ধতির নির্বাচনে কোনো বিকল্প নেই। পিআর হলে সকল দলের সমন্বয়ে একটি সুন্দর রাষ্ট্র গঠন করা সম্ভব হবে।