শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫
Led03ফতুল্লারাজনীতি

স্বেচ্ছাসেবক দলে আওয়ামী লীগের দোসরদের ঠাঁই হবে না: রাসেল মাহমুদ

স্টাফ রিপোর্টার, লাইভ নারায়ণগঞ্জ: স্বৈরাচার শেখ হাসিনাকে বিদায় করা হলেও বাংলাদেশ এখনো পুরোপুরি স্বৈরাচার মুক্ত হয়নি এবং দেশের গণতন্ত্রও মুক্ত হয়নি—এমন মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ। তিনি স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের হুঁশিয়ার করে বলেছেন, সংগঠনে যেন কোনোভাবেই আওয়ামী লীগের দোসররা স্থান না পায়।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় পশ্চিম মাসডাইর স্কুল মাঠে অনুষ্ঠিত এনায়েতনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রাসেল মাহমুদ বলেন, “আমাদের প্রতীক ধানের শীষ, বাংলাদেশের প্রতীক ধানের শীষ। আর এই প্রতীকের জন্য আমাদের লড়াই-সংগ্রাম এখনো চলছে। তাই বলে আমাদের রাস্তায় মারামারি, চাঁদাবাজি করতে হবে না। মানুষকে ভালোবাসতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। কারণ এই বাংলাদেশে ধানের শীষের বিকল্প নাই।”

তিনি আশা প্রকাশ করেন, বিএনপি যদি নির্বাচনে জয়লাভ করে, তাহলে বাংলাদেশের ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে এবং বাংলাদেশ একটি সহনশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারবে।

সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে তিনি বলেন, “আওয়ামী লীগের দোসররা এখনো রয়ে গেছে, তারা যাতে কোনোভাবে স্বেচ্ছাসেবক দলে না ভিড়তে পারে, সেই দিকে খেয়াল রাখবেন। স্বেচ্ছাসেবক দলে কোনো আওয়ামী লীগের দোসরদের জায়গা হবে না।” তিনি আরও বলেন, স্বেচ্ছাসেবক সংগঠন করতে হলে বিএনপিকে শক্তিশালী করে গড়ে তুলতে কাজ করতে হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে।

এনায়েতনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন থেকে নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে যারা স্থান পেয়েছেন, সভাপতি: জাকির হাসান রবিন, সদস্য সচিব: রাসেল মাহমুদ, সমন্বয়ক: মীর শফিকুল হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক: গাজী আনোয়ার, যুগ্ম আহ্বায়ক: আবুল হাসান পায়েল, যুগ্ম আহ্বায়ক: নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক: এস কে শামীম শাহীন, যুগ্ম আহ্বায়ক: আমিনুল ইসলাম লিটন, আহ্বায়ক সদস্য-১: মাহমুদুল হানিফ, আহ্বায়ক সদস্য-২: শামীম, আহ্বায়ক সদস্য-৩: হযরত, আহ্বায়ক সদস্য-৪: মির্জন সিকদার, আহ্বায়ক সদস্য-৫: রানা ফকির।

RSS
Follow by Email